" " Royel Coach বাস পরিচিতি | কাউন্টার ঠিকানা সমূহ | রুট সমূহ | সুবিধাসমূহ [সম্পূর্ণ গাইডলাইন]
" " "
"
বাসের সময়সূচী

Royel Coach বাস পরিচিতি | কাউন্টার ঠিকানা সমূহ | রুট সমূহ | সুবিধাসমূহ [সম্পূর্ণ গাইডলাইন]

" " "
"

নিয়মিত বাসে আসা-যাওয়া করা প্রতিটি যাত্রীর বাংলাদেশের জনপ্রিয় বাস কোম্পানিগুলি সম্পর্কে জেনে রাখা উচিত। এতে সুযোগের সৎ ব্যবহার করে যাত্রাকে আরো অর্থবহ করর তোলা যাবে সহজেই। এক্ষেত্রে আজ আমরা চলে এলাম royel coach বাস নিয়ে সাজানো সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত আর্টিকেল নিয়ে। আমাদের আজকের এই আর্টিকেলে থাকছে Royal Coach বাস এর সংক্ষিপ্ত পরিচিতি, সকল রুট সমূহ, প্রতিটি কাউন্টার এর ঠিকানা এবং সরাসরি যোগাযোগ করার মাধ্যম কমন কিছু সুবিধা। চলুন তবে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। 

" " "
"

Royal Coach বাস পরিচিতি 

শুরুতে আমরা আলোচনা করবো royel coach বাস এর পরিচিতি নিয়ে। এটি মূলত বাংলাদেশের প্রথম সারির বেশ জনপ্রিয় একটি বাস কোম্পানি। বাসটির সবচেয়ে বড় সুবিধা হলো অন্যান্য বাসের চাইতে এই বাসের মাধ্যমে যাতায়াত করার ক্ষেত্রে তুলনামূলক কম ভাড়া গুনতে হয়। 

" " "
"

ভাববেন না তুলনামূলক ভাড়া কম হওয়ায় বাসটির সার্ভিস যেনো-তেনো! সার্ভিসের মানের দিক দিয়েও ইতিমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে বাসটি। যার প্রমাণ বাসটি সম্পর্কে সাধারণ জনগণের পজেটিভ চিন্তাভাবনা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সুবিধার মাঝে থাকছে ঘরে বসেই Royal Coach বাস এর টিকেট কিনে নেওয়ার সুযোগ। যার ফলে দূর হয়েছে বাড়তি বিড়ম্বনা এবং সহজ হয়েছে বাস যাতায়াত কার্যক্রম। 

Royal Coach বাস বাংলাদেশের এমন একটি বাস, যেটি কিনা সরাসরি কলকাতায়ও যাত্রী পরিবহন করে থাকে। অর্থ্যাৎ বাসটির গুরুত্বপূর্ণ রুট সমূহের মাঝে কলকাতাও অন্যতম একটি রুট হিসেবে বিবেচিত হয়। 

" " "
"

যারা নিরাপদ এবং দ্রুত সময়ের মাঝে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে নিশ্চিত হতে চান তাদের জন্য Royal Coach বাস হতে পারে পারফেক্ট চয়েজ। বিশেষ করে Royal Coach বাস এর নির্দিষ্ট রুট সমূহ যাদের হরহামেশাই পাড়ি দিতে হয় তারা অবশ্যই এই বাসটির সার্ভিস উপভোগ করে দেখতে পারেন। আশা করি বিন্দুমাত্র নিরাশ হতে হবে না। 

Royal Coach বাস এর পরিচিতি এবং সুবিধা সম্পর্কে জানতে পেরে যাদের বাসটির সার্ভিস নেওয়ার ইচ্ছে জেগেছে তাদের উচিত টিকিটমূল্যসহ কাউন্টার ঠিকানা, যোগাযোগ করার মাধ্যম কিংবা রুট সমূহ সম্পর্কে জেনে রাখা। যা জানাতেই আমাদের আজকের এই আয়োজন। সুতরাং মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন Royal Coach বাস সম্পর্কিত গাইডলাইন ভিত্তিক আলোচনা। 

Royal Coach বাস এর রুট সমূহ 

Royal Coach বাস এর রুট সমূহ হলো ঢাকা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ওয়ালিপুর, আসমানখালি, হাটবোলিয়া, মেহেরপুর, মুজিবনগর, দামুড়হুদা, দর্শনা, ঝিনাইদহ, কালীগঞ্জ, চৌগাছা, কোটচাঁদপুর, জীবনানগর, কার্পাসডাঙ্গা এবং দখা।

Royal Coach বাস এর কাউন্টার সমূহ এবং ফোন নাম্বার

Royal Coach বাস এর কাউন্টার সমূহ এবং ফোন নাম্বার সম্পর্কে জানতে আজকের আর্টিকেলের এই অংশে চোখ রাখুন। 

" " "
"

চট্টগ্রাম জেলার Royal Coach বাস এর কাউন্টার ঠিকানা 

Royal Coach বাস এর অন্যতম কাউন্টার লোকেশর হলো অলঙ্কার কাউন্টার 1 এবং ফোন নাম্বার 01770184106 অথবা 01993957340।

লোকেশন অলঙ্কার কাউন্টার 2 এবং যোগাযোগ করার মাধ্যম হলো 01675629767।

খান খান পাল্টা হলো Royal Coach বাস এর আরো একটি কাউন্টার লোকেশন এবং এর ফোন নাম্বার হলো 01833-004430।

বিটিআরসি কাউন্টার এবং এই কাউন্টারে যোগাযোগ করার উপায় হলো 01833-004430 ফোন নাম্বার। 

বাইজিদ বাসমতী পাল্টা এবং ফোন নাম্বার হলো 01711-735349।

লোকেশন হলো নৌবাহিনীর গেট কাউন্টার এবং ফোন নাম্বার হলো 01684-957512।

ফ্রিপোর্ট কাউন্টার এবং এই কাউন্টারে যোগাযোগ করার মাধ্যম হলো 016712-346783।

বার আউলিয়া কাউন্টার এবং যোগাযোগ করার উপায় হলো 01671-684534।

ভাটিয়ারি পাল্টা এবং কন্টাক্ট করতে হলে 01919-654828 এই নাম্বারে কল দিতে হবে। 

Royal Coach বাস এর আরো একটি কাউন্টার লোকেশন হলো ফেনী মহিপাল কাউন্টার এবং এর ফোন নাম্বার হলো 01674-555388।

ঢাকা জেলার Royal Coach বাস এর কাউন্টার ঠিকানা

গাবতলী- ঢাকা লোকেশন কাউন্টারের কন্টাক্ট নাম্বার হলো 02-9020088।

গাবতলী বাস টার্মিনাল কাউন্টারের ফোন নাম্বার হলো 01775-113320 অথবা 01975113320।

Royal Coach বাস এর আরো একটি লোকেশন হলো মাজার রোড এবং ফোন নাম্বার হলো 01730465507 অখবা 01970465507।

মাগুরা লোকেশন কাউন্টারের ফোন নাম্বার হলো 01756992767 অথবা 01993957341।

চৌগাছাRoyal Coach বাস এর কাউন্টার ফোন নাম্বার হলো 01756992020।

ঢাকা কাউন্টারের ফোন নাম্বার হলো 01971-396329।

Royal Coach বাস এর কাউন্টার আরামবাগ কাউন্টারের ফোন নাম্বার হলো 01971-396330 অথবা 01872-723203।

শ্যামলী কাউন্টার, ঢাকা এর কন্টাক্ট নাম্বার হলো 01872-723209

কমলাপুর কাউন্টার, ঢাকা এর ফোন নাম্বার হলো 01971-396331 অথবা 01872-723205

পান্থপথ কাউন্টার, ঢাকা এর ফোন নাম্বার 01971-396332 এবং 01872-723208।

কল্যাণপুর কাউন্টারের সাথে কন্টাক্ট করতে হলে কল করুন 01971-396333 অথবা 01872-723210 নাম্বারে। 

ফকিরাপুল কাউন্টার, ঢাকা এর ফোন নাম্বার হলো 01971-396334 এবং 01872723207।

চিটাগাং রোড কাউন্টারের কন্টাক্ট নাম্বার 01872-723224।

আব্দুল্লাহপুর কাউন্টারের সাথে কন্টাক্ট করতে হলে কল করুন 01872-723212 এই নাম্বারে। 

নোবিবাগর কাউন্টার, ঢাকার ফোন নাম্বার হলো 01872-723214।

নারায়ণগঞ্জ কাউন্টারের সাথে কন্টাক্ট করা সঠিক ফোন নাম্বার হলো 01872-723222।

খুলনা জেলার Royal Coach বাস এর কাউন্টার ঠিকানা

যশোর কাউন্টারের ফোন নাম্বার হলো 01971-396340 এবং

01872723219।

খুলনা জেলার Royal Coach বাস এর অন্যতম কাউন্টার বেনাপোল কাউন্টারের কন্টাক্ট নাম্বার হলো 01971-396339 অথবা 01872723218।

মাগুরা কাউন্টারের ফোন নাম্বার হলো 01971-396341, 01872723220।

পেটো পোল কাউন্টারের ফোন নাম্বার 01971-396342 এবং 01872723215।

আটখিরা কাউন্টারের ফোন নাম্বার হলো 01872-723237।

কক্সবাজার জেলার Royal Coach বাস এর কাউন্টার ঠিকানা

ঝাউতলা কাউন্টারের ফোন নাম্বার 01872-723228।

কলাতলী কাউন্টারের ফোন নাম্বার হলো 01971-396337 এবং  01872723227।

চকরিয়া, বৃদ্ধ এস আলম কাউন্টারের ফোন নাম্বার হলো 01985-650479 এবং 01689840531।

চুয়াডাঙ্গা জেলার Royal Coach বাস এর কাউন্টার ঠিকানা

দর্শন কুও লোকেশনের কাউন্টারের ফোন নাম্বার হলো 01730465501।

জীবন নগর কাউন্টারের সাথে কন্টাক্ট করতে চাইলে কল করুন 01730465502 এই নাম্বারে।

কার্পাসডাঙ্গা কাউন্টারের ফোন নাম্বার হলো 01756-992214।

দামুড়হুদা কাউন্টারের ফোন নাম্বার হলো 01756-993019।

চুয়াডাঙ্গা বড় বাজার লোকেশন কাউন্টারের ফোন নাম্বার হলো 761-63887 এবং 01775-113321।

চুয়াডাঙ্গা বাস টার্মিনালের কাউন্টার ফোন নাম্বার হলো 01761-81011।

আলমডাঙ্গা লোকেশন কাউন্টারের সাথে কন্টাক্ট করতে চাইলে কল করুন 07622-56792 অথবা 01775-113324 এই নাম্বারে। 

ভালায়ুর জংশন কাউন্টারের ফোন নাম্বার হলো 01775-11338।

আশমানখালী কাউন্টারের ফোন নাম্বার 01775-11339

সবশেষে Royal Coach বাস এর হাট বোয়ালিয়া কাউন্টারের ফোন নাম্বার হলো 01775-113300।

ঝিনাইদহ জেলার royel coach বাস এর কাউন্টার ঠিকানা

ঝিনাইদহ কাউন্টারের ফোন নাম্বার 01775-113325 এবং 01730-465506।

খালিশপুর কাউন্টারের ফোন নাম্বার হলো 01730-465503।

মহেশপুর কাউন্টারের সাথে কন্টাক্ট করতে হলে কল করুন 01756-990101 নাম্বারে। 

কোটচাঁদপুর কাউন্টারের ফোন নাম্বার হলো 01730-465504।

কালীগঞ্জ কাউন্টারের ফোন নাম্বার হলো 01730-465505।

Royal Coach বাস এর সুবিধাসমূহ 

  • নিরাপদ পরিবহন সুবিধা 
  • কোয়ালিটিফুল সার্ভিস
  • সাশ্রয়ী দামে টিকিট কেনার সুযোগ 
  • দ্রুত গন্তব্যে পৌঁছানো

ইতি কথা

Royal Coach বাস নিয়ে এই ছিলো আমাদের তথ্যবহুল আলোচনা। আর্টিকেলটি আমরা Royal Coach বাস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী royel coach বাস ভ্রমণে আশা করি এস তথ্য আপনাকে কিছুটা হলেও উপকৃত করবে। আপনার ভ্রমণ শতভাগ নিরাপদ এবং অর্থবহ হয়ে উঠার শুভ কামনা রেখে আজকের মতো আলোচনার ইতি টানছি। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন এবং ভালো থাকুন।

" " "
"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

" " "
"