Pabna Express বাস অপারেটর পরিচিত | রুট সমূহ | কাউন্টার ঠিকানা | ফোন নাম্বার | সুযোগ-সুবিধা
যারা বাসের সাহায্য নিয়ে নিয়মিত যাতায়াত করে থাকেন তারা হয়তো জীবনে একটিবারের জন্যে হলেও Pabna Express বাস অপারেটরের নাম শুনেছেন। এই অপারেটরটি সারাদেশে এতোটাই জনপ্রিয় যে এর বিভিন্ন বাসের ধরণ দেখেই অনেকেই অপারেটরটিকে চিনে ফেলে।
চলুন তবে আজ এই Pabna Express বাস অপারেটরের কাউন্টার ঠিকানা, গুরুত্বপূর্ণ তথ্য, ফোন নাম্বার এবং সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
Pabna Express বাস অপারেটর পরিচিত
বলা হয়ে থাকে সড়কপথে আকাশের ছোঁয়া পেতে হলে পাবনা এক্সপ্রেসের সার্ভিস গ্রহণ করতে হবে। এই ব্যাপারটি খুব বেশি প্রচলিত হওয়ার কারণ হলো বাসটির মানসম্মত এবং উন্নত মানের সার্ভিসের তুমুল জনপ্রিয়তা। অনেক সময় দেখা যায় বাস অপারেটরগুলির সার্ভিস ভালো হলেও স্টাফদের ব্যবহার কিংবা টিকিট মূল্য অথবা অন্য কোনো ক্ষেত্রে পার্ফেকশনের ঘাটতি থাকে। তবে Pabna Express বাস অপারেটরের পুরো ব্যাপারটিই উল্টো।
বাসটির সার্ভিস যেমন ভালো, ঠিক তেমনই এর রয়েছে সারাদেশব্যাপী সার্ভিস প্রদানের ব্যবস্থা এবং বাজেট ফ্রেন্ডলি টিকিট সেলিং সিস্টেম। মূলত সারাদেশে বিশেষ করে যেসব জেলার রুটে Pabna Express বাস অপারেটরের সার্ভিস দেওয়া হয় সে-সব জেলার গুরুত্বপূর্ণ স্থানে এর কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। যার কারণে টিকিট কেনাসহ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে কোনো যাত্রীকেই খুব একটা কষ্ট করতে হয় না।
আর যদি সার্ভিসের সীমাবদ্ধতার ব্যাপারে কোনোকিছু শেয়ার করতে চাই তবে বলবো Pabna Express বাস অপারেটরের সার্ভিস দেশের বিভিন্ন জেলা বিশেষ করে কুষ্টিয়া, বনপাড়া, ঢাকা, বাঘা, ঈশ্বরদী, পাবনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার জেলায় পরিচালিত হয়ে থাকে। স্বল্পমূল্যে ভালো সার্ভিস পেতে চাইলে যারা এই বাস অপারেটরটির সার্ভিস নেওয়ার প্ল্যান করবেন বলে ঠিক করেছেন তারা এই আর্টিকেলটিতে ভালোভাবে ফোকাস করতে পারেন। আশা করি প্রতিটি তথ্য এবং প্রশ্নের উত্তরের খোঁজ পেয়ে যাবেন।
Pabna Express বাস এর রুট সমূহ
এই জনপ্রিয় বাস অপারেটরটির কাউন্টার ঠিকানা এবং ফোন নাম্বার সম্পর্কে জানার আগে আমাদের জেনে নিতে হবে Pabna Express বাস এর রুট সমূহ সম্পর্কে। এতে করে আমাদের যাতায়াতের ক্ষেত্রে আদৌ কি Pabna Express বাস এর প্রয়োজন পড়বে কিনা সে-ব্যাপারে ক্লিয়ার হওয়াটা সহজ হয়ে যাবে। সারাদেশের ঠিক কোন কোন জেলার রুটে এই পাবনা এক্সপ্রেস বাস এর সার্ভিস প্রদানের ব্যবস্থা করা হয়েছে সে-সম্পর্কে জানতে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করুন:
- কুষ্টিয়া জেলা রুট
- বনপাড়া জেলা রুট
- ঢাকা বাঘা জেলা রুট
- ঈশ্বরদী জেলা রুট
- পাবনা জেলা রুট
- চট্টগ্রাম জেলা রুট
- সিলেট জেলা রুট
- কক্সবাজার জেলা রুট
Pabna Express বাস এর কাউন্টার ঠিকানা এবং ফোন নাম্বার
আপনি যে বাসের সার্ভিস নিতে চাচ্ছেন সে বাসের গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বাসের কাউন্টার নম্বর ও ঠিকানা জেনে রাখাটা খুব জরুরি। বিশেষ করে আপনি যে রুটের বা যে জেলার বাস ব্যবহার করতে চাচ্ছেন সে জেলায় থাকা কাউন্টারের ঠিকানা এবং ফোন নাম্বার সম্পর্কে জেনে রাখতে পারেন। চলুন এবারে পাবনা এক্সপ্রেস বাস অপারেটরের কুষ্টিয়া, বনপাড়া, ঢাকা, বাঘা, ঈশ্বরদী, পাবনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার জেলার কাউন্টার ঠিকানা এবং ফোন নাম্বার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Pabna Express বাস এর ঢাকা জেলার কাউন্টার ঠিকানা এবং ফোন নাম্বার
গাবতলি বাস টার্মিনাল- লাইন-খ এবং এর ফোন নাম্বার হলো 02-9008581 অথবা 01711-024088।
কল্যাণপুর কাউন্টার এবং এর ফোন নাম্বার হলো 01750-143095 অথবা 01193-086077।
মালিবাগ এবং এর ফোন নাম্বার হলো 01199-187815।
নর্দা কাউন্টার এবং এর ফোন নাম্বার হলো 01715-085038।
উত্তরা(আজমপুর) কাউন্টার এবং এর ফোন নাম্বার হলো 01191-375873।
টেকনিক্যাল কাউন্টার, ঢাকা এবং এর ফোন নাম্বার হলো 01711-024088।
আব্দুল্লাহপুর কাউন্টার এবং এর ফোন নাম্বার হলো 01726-717226।
Pabna Express বাস এর পাবনা জেলার কাউন্টার ঠিকানা এবং ফোন নাম্বার
পাবনা সদর কাউন্টার এর ফোন নাম্বার হলো 01911804960।
বাইপাস কাউন্টার এর ফোন নাম্বার হলো 01750-143091।
টাউন কাউন্টার এর ফোন নাম্বার হলো 01750-143092।
উল্লাপাড়া কাউন্টার এর ফোন নাম্বার হলো 01740-937388।
বেড়া কাউন্টার এর ফোন নাম্বার হলো 01724-544605।
কাশীনাথপুর কাউন্টার এর ফোন নাম্বার হলো 01714-904389।
চিনাখোড়া কাউন্টার এর ফোন নাম্বার জলো 01714-690527।
রাজাপুর কাউন্টার এর ফোন নাম্বার হলো 01746-165933।
লালপুর কাউন্টার এর ফোন নাম্বার হলো 01746-698415।
বাঘা কাউন্টার এর ফোন নাম্বার হলো 01753-121582।
বাঘাবাড়ী কাউন্টার এর ফোন নাম্বার হলো 01712-217761।
ধানাইদহো কাউন্টার এর ফোন নাম্বার হলো 01722-161845।
বোড়াগ্রাম কাউন্টার এর ফোন নাম্বার হলো 01743-872439।
দশুরিয়া কাউন্টার এর ফোন নাম্বার হলো 01753-121580।
বনপাড়া কাউন্টার এর ফোন নাম্বার হলো 01716-307280।
কচিকাটা কাউন্টার এর ফোন নাম্বার হলো 01713-777282।
ভেরামারা কাউন্টার এর ফোন নাম্বার হলো 01750-143094।
কুষ্টিয়া কাউন্টার এর ফোন নাম্বার হলো 01750-143090।
পাবনা এক্সপ্রেস বাস এর চট্টগ্রাম জেলার কাউন্টার ঠিকানা এবং ফোন নাম্বার
বিআরটিসি কাউন্টার এর ফোন নাম্বার হলো 01750-143087।
নেভি গেট কাউন্টার এর ফোন নাম্বার হলো 01190-927564।
ফেনী কাউন্টার এর ফোন নাম্বার হলো 01822-008811।
বোরোপোল কাউন্টার এর ফোন নাম্বার হলো 01814-122636।
অলংকার -1 কাউন্টার এর ফোন নাম্বার হলো 01750-143097।
অলংকার -2 কাউন্টার এর ফোন নাম্বার হলো 01718-446690।
অলংকার -3 কাউন্টার এর ফোন নাম্বার হলো 01675-629767।
সিলেট জেলা, সিলেট কাউন্টার এর ফোন নাম্বার হলো 01711-235444।
কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টার এর ফোন নাম্বার হরো 01750-143093 অথবা 01729-534055।
গোয়াল বাজার কাউন্টার এর ফোন নাম্বার হলো 01818-845092।
শায়েস্তাগঞ্জ কাউন্টার অফিস এর ফোন নাম্বার হলো 01724-051784 অথবা 01728-922405।
দোরগাহ গেট/মাজার গেট কাউন্টার এর ফোন নাম্বার হলো 01717-848665।
Pabna Express বাস এর টিকিটমূল্য
এবার আমি Pabna Express বাস এর বিভিন্ন রুটের টিকিট কত টাকায় সেল হয় বা কিনতে পাওয়া যায় সে-সম্পর্কে:
- ঢাকা থেকে পাবনা রুটের সিটের দাম ৫০০ টাকা
- ঢাকা থেকে ঈশ্বরদী রুটের সিটের দাম ৫০০ টাকা
- ঢাকা থেকে কুষ্টিয়া রুটের সিটের দাম ৫০০ টাকা
- ঢাকা থেকে ভেড়ামারা রুটের সিটের দাম ৫০০ টাকা
- ঢাকা থেকে মেহেরপুর রুটের সিটের দাম ৫০০ টাকা
- ঢাকা থেকে বনপাড়া রুটের সিটের দাম ৫০০ টাকা
- সবশেষে সকল রুটের এসি সিটের দাম ৫৫০টাকা
Pabna Express বাস এর সুযোগ-সুবিধা
এবার আসুন Pabna Express বাস এর এমনকিছু সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক যা আপনাকে বাসটির সার্ভিস গ্রহণে আগ্রহী করে তুলবে:
- আরামদায়ক সিটের ব্যবস্থা
- উন্নতমানের বাস ভ্রমণ বা যাতায়াত নিশ্চিত
- বাজেট ফ্রেন্ডলি টিকিট কেনার ব্যবস্থা
- ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিকিট কেনার সুযোগ
- দেশের বিভিন্ন জেলা থেকে সার্ভিস গ্রহণের সুবিধা
ইতি কথা
মনে রাখবেন মানসম্মত বাসে করে ঝামেলামুক্ত যাতায়াত এবং বাস স্টাফদের অমায়িক ব্যবহার উপভোগের সুবিধা একসাথে ভোগ করতে চাইলে Pabna Express বাস অপারেটরের সার্ভিস হতে পারে পার্ফেক্ট চয়েজ। আর ঠিক কেনোই বা এমনটা বলছি সে-সম্পর্কে হয়তো ইতিমধ্যেই আপনি অজ্ঞ! মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী | পরিচিতি | ইতিহাস | স্টপেজ | টিকিটমূল্য
সুতরাং তবে আর দেরি করছেন কেনো? আজই যোগাযোগ করুন নিকটস্থ Pabna Express বাস কাউন্টারের সাথে! আর Pabna Express বাস অপারেটরের সাথে উপভোগ করুন আপনার পরবর্তী ভ্রমণ কিংবা গুরুত্বপূর্ণ যাতায়াত।