" " পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচি | পরিচিতি | ইতিহাস | স্টপেজ | সুযোগ-সুবিধা | টিকিটমূল্য
" " "
"
ট্রেনের সময়সূচী

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচি | পরিচিতি | ইতিহাস | স্টপেজ | সুযোগ-সুবিধা | টিকিটমূল্য

" " "
"

দিনাজপুর অভিমুখে সার্ভিস দিয়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন হলো বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেনটি সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান বিশেষ করে এর পরিচিতি, সময়সূচি, স্টপেজ এবং টিকিটমূল্যসহ অন্যান্য তথ্য জানবার প্রতি যারা আগ্রহী আজকের এই আয়োজনটি কেবল তাদের জন্যেই। সুতরাং মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। 

" " "
"

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচিতি

শুরুতেই বলেছি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন হলো দিনাজপুর অভিমুখের একটি জনপ্রিয় ট্রেন। ট্রেনটি নিয়মিত ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন যাত্রী পরিবহনের সার্ভিস দিয়ে থাকে। 

" " "
"

ট্রেনটিকে নিয়মিত ৫২৬ কিলোমিটার বা ৩২৭ মাইলের মতো পথ পাড়ি দিতে হয়। এতে করে সময় লাগে সর্বমোট ১০ ঘণ্টা ৪৫ মিনিট সময়। অর্থ্যাৎ এই ট্রেনটি নিয়মিত ১০ ঘণ্টা ৪৫ মিনিট সময় ধরে যাত্রী পরিবহনের সার্ভিস দিয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন, বেশ লম্বা সময় ধরেই কাজ করছে এই আন্তঃনগর ট্রেনটি। 

রেল রং ৭৯৩/৭৯৪ হিসেবে পরিচিত এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় ৩ বছর আগে অর্থ্যাৎ ২৫ মে ২০১৯ তারিখে। এই দিনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন তার প্রথম সার্ভিস নিয়ে যাত্রীদের সামনে হাজির হয়। এক্ষেত্রে ট্রেনটির উদ্ভোদন করার ক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটির উদ্ভোদন কার্যক্রমও তার হাতে পরিচালিত হয়। তিনি সেদিন গণভবন থেকে সরাসরি ট্রেনটির উদ্ভোদন কার্যক্রম পরিচালনা করেন৷ 

" " "
"

যারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের গাড়িসম্ভার সম্পর্কে জানতে চান তাদের বলে রাখি এই ট্রেনটির কিন্তু ১২ টি গাড়িসম্ভার রয়েছে। যা মানের দিক দিয়ে তুলনামূলকভাবে অনেক পারফেক্ট। এছাড়াও ট্রেনটির পরিচালনা গতির তথ্যের ব্যাপারে যদি বলি তবে বলবো ট্রেনটি প্রতি ১ ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে থাকে। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত আবার পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এই ট্রেনটি সর্বমোট ১৩ টি বগি নিয়ে যাত্রী পরিবহন করে থাকে। 

এসি, এসি-ছাড়া এবং শোভন সিট…সর্বমোট এই ৩ টি সিটে ট্রেনটির আসন বিন্যাস সাজানো হয়েছে। যাত্রীর পছন্দ অনুযায়ী টিকিট কেটে যেকেউ এসব সিট উপভোগ করতে পারে। এক্ষেত্রে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বাড়তি সুবল হিসেবে রয়েছে ঘুমানোর মতো সু-ব্যবস্থা এবং মানসম্মত খাদ্য গ্রহণের সুযোগ। 

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচি

চলে এলাম আর্টিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থ্যাৎ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এর ব্যাপারে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঠিক সময়সূচি হলো: 

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে রাত ১২টা ১০ মিনিটে এবং তা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায় সকাল ৯টা ৪০ মিনিটে
  • আবার পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ

আগেই বলেছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত যারা আসা-যাওয়া করতে চান তাদের উদ্দেশ্যেই কাজ করে আসছে এই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এক্ষেত্রে যারা এই পথটুকু ট্রেনটির সাহায্যে পাড়ি দিতে চান তাদের জেনে রাখা উচিত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং সঠিক সময় সম্পর্কে। সুতরাং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজের সঠিক সময় জানতে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করুন! 

" " "
"
  • পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন বিমান বন্দর রেলওয়ে স্টেশনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসাকালীন সময়ে থামে ২৩ঃ১২ মিনিটে এবং পঞ্চগড় রেলওয়ে স্টেশনে থামে ২১ঃ২৫ মিনিটে
  • পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসাকালীন সময়ে থামে ০৪ঃ১০ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে থামে ১৭ঃ০৫ মিনিটে
  • পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসাকালীন সময়ে থামে  ০৫ঃ৫০ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে থামে ১৫ঃ১৫ মিনিটে
  • পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুর রেলওয়ে স্টেশনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসাকালীন সময়ে থামে ০৬ঃ৩২ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে থামে ১৪ঃ২০ মিনিটে
  • পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন পীরগঞ্জরেলওয়ে স্টেশনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসাকালীন সময়ে থামে ০৭ঃ২১ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে থামে ১৩ঃ৩৩ মিনিটে
  • পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসাকালীন সময়ে থামে ০৭ঃ৪৭ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে থামে ১৩ঃ০৭ মিনিটে

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সুযোগ-সুবিধা 

আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করবো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সুযোগ-সুবিধা সম্পর্কে। যা আপনাকে এই ট্রেনটি ভ্রমণে আরো আগ্রহী করে তুলবে। 

  • সপ্তাহের ৭ দিনই ট্রেনটি সার্ভিস দিচ্ছে
  • সাশ্রয়ী মূল্যে টিকিট কেনা সম্ভব হচ্ছে 
  • ট্রেনটিতে রয়েছে নামাজ ঘরের সু-ব্যবস্থা
  • ইচ্ছেমতো খাবারের ব্যবস্থা থাকছে 
  • ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন যে কেউ
  • পার্বতীপুর – ঢাকা – পার্বতীপুর স্টেশনে ট্রেনটির বিরতিহীন ছুটে চলার ব্যাপারটি উপভোগ করা যাবে

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিটমূল্য

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, স্টপেজ কিংবা সুযোগ-সুবিধা সম্পর্কে তো জানলেন। এবারে সরাসরি তা উপভোগ করবার পালা। তবে তার আগে একজন যাত্রী হিসেবে আপনাকে আরোকিছু তথ্য সম্পর্কে জানতে হবে। আমাদের এবারের আলোচনা থাকবে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিটমূল্য সম্পর্কে। কতৃপক্ষ কতৃক নির্ধারিত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের টিকিটমূল্য হলো: 

  • শোভন চেয়ার সিটের দাম পড়বে ৫৫০ টাকা
  • প্রথম সিটের দাম হলো ১০৩৫ টাকা
  • এসি সিট যারা কিনতে চান তাদের গুনতে হবে ১২৬০ টাকা
  • সবশেষো এসি বার্থ সিটের দাম হলো ১৮৯২ টাকা

বিঃদ্রঃ যারা ট্রেনের টিকিট কিনতে গিয়ে ভ্যাট পরিশোধের কথা ভাবছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। কতৃপক্ষ কতৃক নির্ধারিত টিকিটমূল্যের সাথে ১৫% ভ্যাট যুক্ত করা হয়েছে। সুতরাং আপনাকে আলাদা করে কোনো ভ্যাট পরিশোধ করতে হবে না। 

ইতি কথা

যারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাহায্যে যাতায়াত করতে চান আশা করি তারা ইতিমধ্যেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পর্কে জেনে গেছেন। তবে হ্যাঁ! ট্রেন ভ্রমণকে অর্থবহ এবং নিরাপদ করে তুলতে দরকার সর্বোচ্চ সতর্কতা। আজকের মতো এতোটুকুই। পরবর্তী তথ্যবহুল আলোচনা উপভোগের আমন্ত্রণ রইলো। হ্যাপি ট্রেন জার্নি। 

" " "
"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

" " "
"