" " Grameen Travel বাস সম্পর্কিত তথ্য, টিকিট কেনার উপায়, কাউন্টার [সম্পূর্ণ গাইডলাইন]
" " "
"
বাসের সময়সূচী

Grameen Travel বাস সম্পর্কিত তথ্য, টিকিট কেনার উপায়, কাউন্টার [সম্পূর্ণ গাইডলাইন]

" " "
"

বাংলাদেশের প্রেক্ষাপটে কম খরচে সঠিক গন্তব্যে যেতে বাসের সাথে টেক্কা দেওয়ার কোনো যানের প্রচলন আজো লক্ষ্য করা যায়নি। যানবাহনের অন্যতম অংশ এই বাস খরচের দিক দিয়ে যেমন সাশ্রয়ী, ঠিক তেমনই যাতায়াতের দিক দিয়েও বেশ পারফেক্ট। তেমনই একটি বাংলাদেশী বাস কোম্পানি নিয়ে কথা বলবো আজ। আজকের আলোচনায় থাকবে Grameen Travel বাস সম্পর্কিত তথ্য, টিকিট কেনার উপায়, কাউন্টার ডিটেইলসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। 

" " "
"

Grameen Travel বাস সম্পর্কিত তথ্য

নতুন এসি ও নন এসি বাসের বিশাল সমাহার নিয়ে কাজ করছে Grameen Travel বাস। এক্ষেত্রে প্রতিটি বাসই উন্নতমানে বাস। শুধু তাই নয়! এসব বাসে উন্নতমানে সার্ভিসও নিশ্চিত করা হয়েছে।

" " "
"

বাসে যাতায়াত করার ক্ষেত্রে অনেকের নিরাপত্তা এবং আরামদায়ক সেবার ব্যাপারটি নিয়ে প্রশ্ন থাকে। তবে সবচেয়ে খুশির ব্যাপার হলো নিরাপত্তা এবং আরামদায়ক সেবার ক্ষেত্রে এই Grameen Travel বাস কিন্তু বর্তমানে বাংলাদেশ ১ম ক্যাটাগরির বাস হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। 

যারা Grameen Travel বাস এর এসি বাসের সার্ভিস উপভোগ করতে চান তাদের জন্য রয়েছে কোরিয়ান কোম্পানি থেকে সরাসরি আমদানি করা হুন্ডাই এসি বাস এছাড়াও স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাস। সবগুলি বাসই তৈরি করা হয়েছে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে। সুতরাং এসব বাসকে নির্দ্বিধায় আধুনিক বাস হিসেবেও ধরে নেওয়া যায়। 

" " "
"

যারা খুব অল্প সময়ের মধ্যে একটি জনপ্রিয় বাস অপারেটর হিসেবে সার্ভিস দেওয়া এই বাসটির মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যাতায়াত করতে চান তাদের উচিত বাস সম্পর্কিত তথ্য, টিকিট কেনার উপায়, কাউন্টার ঠিকানা ইত্যাদি সম্পর্কে জেনে রাখা। মূলত এসব তথ্য নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই আর্টিকেল। সুতরাং মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। 

গ্রামীন ট্রাভেলস বাস এর টিকিটমূল্য

আর্টিকেলের এই অংশে আমরা জানবো গ্রামীন ট্রাভেলস বাস এর টিকিটমূল্য সম্পর্কে। সো যারা মিস করতে চান না তারা আমাদের সাথেই থাকুন। 

Grameen Travel বাস বিভিন্ন রুটে চলাচল করে সেহেতু বাসটির টিকিটমূল্যের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে ভিন্নতা। আর্টিকেলের এই অংশে আমরা জানবো রুট অনুযায়ী গ্রামীন ট্রাভেলস বাস এর টিকিটমূল্য কত হতে পারে সে-সম্পর্কে। 

  • ঢাকা টু রাজশাহী এবং আবার রাজশাহী টু ঢাকা রুটে গ্রামীন ট্রাভেলস বাস এর টিকিটমূল্য হলো নন এসি সিট ৪৫০ টাকা এবং এসি সিট ভাড়া ৮০০-১০০০ টাকা। 
  • যারা ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকা যাতায়াত করতে চান তাদের নন এসি সিটের ক্ষেত্রে গুনতে হবে ৫৫০-৬০০ টাকা এবং এসি সিটের ভাড়ার ক্ষেত্রে গুনতে হবে ৯০০-১১০০ টাকা।
  • ঢাকা টু নাটোর এবং নাটোর টু ঢাকা যাতায়াতের ক্ষেত্রে Grameen Travel বাস টিকিট কেনার সময় নন এসি সিটের দাম হিসেবে পে করতে হবে ৪৫০-৫৫০ টাকা এবং এসি সিটের ভাড়া হিসেবে পে করতে হবে ৮০০-১০০০ টাকা। 
  • চাঁপাইনবাবগঞ্জ টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু চাঁপাইনবাবগঞ্জ রুটে Grameen Travel বাস চলাচলের ক্ষেত্রে বাস কতৃপক্ষ নন এসি সিটের ক্ষেত্রে চার্জ করে ৮০০-১০০০ টাকা এবং এসি সিটের ভাড়ার ক্ষেত্রে চার্জ করে ১৫০০-১৬০০ টাকা। 
  • যারা Grameen Travel বাস এর মাধ্যমে ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা আসা-যাওয়া করতে চান তাদের ক্ষেত্রে নন এসি সিটের জন্য পে করতে হবে ৫৫০-৬০০ টাকা এবং এসি সিটের ভাড়া হিসেবে পে করতে হবে ৯০০-১১০০ টাকা।
  • সবশেষে যারা কুমিল্লা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু কুমিল্লা আসা-যাওয়া করতে চান তাদের ক্ষেত্রে Grameen Travel বাস কতৃপক্ষ নন এসি সিটের দাম হিসেবে চার্জ করবে ৭০০-৮০০ টাকা এবং এসি সিটের ভাড়া হিসেবে চার্জ করবে ১,২০০-১,৪০০ টাকা। 

আশা করি Grameen Travel বাস এর টিকিটমূল্য সম্পর্কে ইতিমধ্যেই জানতে পেরেছেন। তবে এক্ষেত্রে মাথায় রাখা উচিত এই নির্দিষ্ট মূল্য কতৃপক্ষ যেকোনো মুহুর্তেই পরিবর্তিত করতে পারে। পরিবর্তিত করা টিকিটমূল্য সম্পর্কে জানতে Grameen Travel বাস এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। 

" " "
"

গ্রামীন ট্রাভেলস বাস টিকিট কেনার উপায় – Grameen Travels Online Ticket

আপনি কি জানেন, Grameen Travel বাস এর টিকিট কিভাবে কিনতে হয়? না জানলে জেনে নিন৷ 

অল্প সময়ের মধ্যে গ্রামীন ট্রাভেলস বাস টিকিট সংগ্রহ করতে চান তারা সরাসরি ঘরে বসে অনলাইনে টিকিট বুকিং করতে পারেন। তবে ভ্রমণের তারিখ এব্য বাস ছাড়ার দিন ঠিক রেখে তবেই টিকিট বুকিং দিবেন। যারা অনলাইনে টিকিট বুকিং দিতে চান https://www.grameentravelsbd.com/ ঠিকানার Grameen Travel বাস এর এই অফিসিয়াল ঠিকানা ভিজিট করতে পারেন। সেখানে টিকিট কেনার সমস্ত উপায় খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। 

অন্যদিকে যাদের অফলাইনে Grameen Travel বাস এর টিকিট কেনার প্রয়োজন তারা স্থানীয় কাউন্টারে যেতে পারেন। সেখান থেকেই কিনে নিতে পারে দরকারি টিকিটটুকু। গ্রামীন ট্রাভেলস বাস এর কাউন্টার ঠিকানা সম্পর্কে যারা জানতে চান তারা আমাদের আর্টিকেলের পরবর্তী অংশগুলিতে ফোকাস করতে পারেন। 

গ্রামীন ট্রাভেলস বাস এর রুট সমূহ 

গ্রামীন ট্রাভেলস বাসের অনেক শাখা বাস রয়েছে। এসব শাখা বাসগুলি সারা বাংলাদেশের বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে থাকে। গ্রামীন ট্রাভেলস বাস এর রুট সমূহ হলো: 

  • ঢাকা টু রাজশাহী রুট 
  • রাজশাহী টু ঢাকা রুট
  • ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ রুট
  • চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকা রুট
  • ঢাকা টু চট্টগ্রাম রুট
  • চট্টগ্রাম টু ঢাকা রুট
  • ঢাকা টু নাটোর রুট
  • নাটোর টু ঢাকা রুট
  • চাঁপাইনবাবগঞ্জ টু চট্টগ্রাম রুট
  • চট্টগ্রাম টু চাঁপাইনবাবগঞ্জ রুট
  • কুমিল্লা টু চাঁপাইনবাবগঞ্জ রুট
  • চাঁপাইনবাবগঞ্জ টু কুমিল্লা রুট
  • চাপাইনবাবগঞ্জ > কানসাট > রহনপুর রুট

গ্রামীন ট্রাভেলস বাস কাউন্টার – Grameen Travels Counter Number

যারা সরাসরি কাউন্টার থেকে Grameen Travel বাস এর টিকিট কিনে নিতে চান কিংবা কাউন্টারে যোগাযোগ করতে চান আর্টিকেলের এই অংশটি তাদের জন্য। এই অংশে আমরা আলোচনা করবো গ্রামীন ট্রাভেলস বাস কাউন্টার এবং এর যোগাযোগ মাধ্যম সম্পর্কে। 

ঢাকা জেলা

কল্যাণপুর বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা এবং ফোন নাম্বার হলো 01701-686940 অথবা 01701-686941। 

অন্যদিকে মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা জেলার ফোন নাম্বার হলো 01701-686944। 

চট্টগ্রাম জেলা

চট্টগ্রাম জেলার কাউন্টার ঠিকানা হলো চট্টগ্রাম কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর এবং ফোন নাম্বার হলো 01701-686955।

নাটোর জেলা

নাটোর বাস শ্তয়াণদ কাউন্টার, নাটোর জেলা এবং ফোন নাম্বার হলো 01701-686925।

বনপাড়া বাস স্টেশন কাউন্টার, নাটোর জেলা এবং এই কাউন্টারের ফোন নাম্বার হলো 01701-686927।

বড়াইগ্রাম বাস স্টেশন কাউন্টার, নাটোর জেলা এবং ফোন নাম্বার হলো 01701-686928।

কাছিকাটা বাস স্টেশন কাউন্টার, নাটোর জেলা সাথে ফোন নাম্বার হলো 01701-686929।

নয়াবাজার বাস স্ট্যান্ড কাউন্টার, নাটোর জেলা এবং ফোন নাম্বার 01701-686952।

হয়বতপুর কাউন্টার, নাটোর জেলা এবং সাথে ফোন নাম্বার 01701-686951।

হােটেল কাউন্টার, নাটোর জেলা এবং এই কাউন্টারের ফোন নাম্বার হলো 01701-686930।

রাজশাহী জেলা

রাজশাহী কাউন্টার, রাজশাহী জেলা শহর। ফোন নাম্বার হলো 01701-686920 অথবা 01701-686921।

বালিয়াঘাট্টা বাস ষ্টেশন কাউন্টার, গোদাগাড়ী,রাজশাহী জেলা এবং এর ফোন নাম্বার হলো 01701-686912।

গােদাগাড়ী কাউন্টার, রাজশাহী জেলা এবং এর ফোন নাম্বার হলো 01701-686913।

মহিশালবাড়ী কাউন্টার, গোদাগাড়ী, রাজশাহী জেলা যার ফোন নাম্বার হলো 01701-686914। 

গােপালপুর কাউন্টার, টাঙ্গাইল এবং ফোন 01701-686915।

গােপালপুর কাউন্টার, টাঙ্গাইল এবং এর ফোন নাম্বার 01701-686915।

রাজবাড়ী হাট কাউন্টার, রাজশাহী জেলা এবং যোগাযোগ করার নাম্বার হলো 0701-686916।

রাজশাহী সিটি বাইপাস কাউন্টার, রাজশাহী জেলা এবং এর ফোন নাম্বার হলো 01701-686917।

পুঠিয়া কাউন্টার, রাজশাহী জেলা এবং ফোন নাম্বার হলো 01701-686926।

চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলার ফোন নাম্বার হলো 01701-686900 এবং 01701-686901।

কানসাট কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলার ফোন নাম্বার হলো 01701-686902।

শিবগঞ্জ কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং এর ফোন নাম্বার হলো 01701-686903।

ছত্রাজিতপুর কাউন্টার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার ফোন নাম্বার হলো 01701-686904।

রানীহাট কাউন্টার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলার৷ সাথে কন্টাক্ট করার ফোন নাম্বার হলো 01701-686905।

ঘোড়াস্ট্যান্ড কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাথে কন্টাক্ট করার ফোন নাম্বার 01701-686906।

মহারাজপুর কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলার ফোন নাম্বার হলো 01701-686907।

বড়ঘরিয়া কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং এর ফোন 01701-686908।

রহনপুর কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং এর ফোন নাম্বার হলো 01701-686909।

আমনুরা কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং ফোন 01701-686910।

নাচোল কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং ফোন নাম্বার 01701-686911। 

কন্টেন্ট এ ফোন নাম্বার দিলে এই কথা গুলা একটু লিখে দিয়েন

বিশেষ সতর্কতা: প্রদত্ত ফোন নাম্বার সমূহের মাধ্যমে যদি আপনি কোন ধরনের আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে এক্ষেত্রে আমরা দায়ী থাকবে না।

ইতি কথা

Grameen Travel বাস নিয়ে এই ছিলো আমাদের আজকের এই আয়োজন। কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু! আর হ্যাঁ! বাসে উঠার সকল নিয়ম-কানুন কেবল জানলেই হবে না! জানার পাশাপাশি তা মেনে চলার অভ্যাসও করতে হবে। এতে নিয়মশৃঙ্খলা বজায় থাকবে এবং দূর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে। হ্যাপি ট্রাভেলিং!

" " "
"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

" " "
"