" " "
"
বাসের সময়সূচী

Shadhin Travels বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য | রুট সমূহ | কাউন্টার ঠিকানা | কন্টাক্ট ডিটেইলস | টিকিটমূল্য [সম্পূর্ণ গাইডলাইন]

একটা ব্যাপার কখনো লক্ষ্য করেছেন কি? সোলো ভ্রমণ হোক বা বন্ধু অথবা পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে বাসের কথাই আগে মাথায় আসে? সহজে এবং কম খরচে অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে বাস ভ্রমণের যেনো জুড়ি মেলা ভার। মোট কথা ভ্রমণকে আনন্দদায়ক এবং আরামদায়ক করতে বাস ভ্রমণের মতো পারফেক্ট চয়েজ যেনো আর কোনোটাই হয় না। চলুন তবে আজ ভ্রমণকে এভাবেই আরামদায়ক এবং আনন্দদায়ক করে তোলার উপায় হিসেবে Shadhin Travels বাস সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা যাক। 

Shadhin Travels বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য

শুরুতেই আমরা Shadhin Travels বাস সম্পর্কিত কিছু কমন তথ্য সম্পর্কে জেনে নিবো। যারা বাসে ভ্রমণ পছন্দ করেন তারা Shadhin Travels বাস এর সার্ভিস অবশ্যই ট্রাই করবেন। তবে তার আগে এই বাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জেনে রাখা উচিত। আর্টিকেলের এই অংশে আমরা এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আলোচনা করার চেষ্টা করবো এবং শেয়ার করবো এই বাস কোম্পানিটি সম্পর্কে নানান অজানা তথ্য। 

" " "
"

বলে রাখা ভালো Shadhin Travels বাস নতুন অপারটরের সেক্টরে যুক্ত হওয়া বাস। এই বাসে সার্ভিস দেওয়া বাস হিসেবে পূর্বে Ashok Leyland মডেলের বাসগুলি কাজ করলেও বর্তমানে তা আর নেই। অর্থ্যাৎ বাস গ্রুপ থেকে Ashok Leyland মডেলের বাসগুলি বাদ করা হয়েছে। এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে যাত্রী সাধারণকে আরো কিছুটা উন্নতমানের সার্ভিস প্রদান করবার প্রয়াস। 

তবে সবচেয়ে খুশির ব্যাপার হলো বর্তমানে বাসটির বহরে জাপানি কোম্পানি ISUZU LT30ph 4 ইউনিট এসি বাস যুক্ত করা হয়েছে। সাথে যুক্ত করা হয়েছে জনপ্রিয় কোম্পানি হিনো 1J ak মডেলের বেশকিছু হাই মডেল এবং কোয়ালিটির বাস। মাত্র ৩৬ টি সিটের বাস হলেও সার্ভিসের দিক দিয়ে এটি নিঃসংকোচে বাংলাদেশের অন্যান্য বাসকেও ছাড়িয়ে যাবে। 

বর্তমানে Shadhin Travels বাসের বহরে যুক্ত থাকা বিভিন্ন বাস বাংলাদেশের বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে থাকে। এতে করে বাংলাদেশের বিভিন্ন অংশের যাত্রীরা এই বাসের সার্ভিস উপভোগ করার সুযোগ পায়। Shadhin Travels বাস বর্তমানে কয়টি এবং কোন কোন রুট দিয়ে চলাচল করছে সে-সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। 

Shadhin Travels বাস এর রুট সমূহ

কথা দিয়েছিলাম Shadhin Travels বাস এর সঠিক রুট সমূহ নিয়ে আলোচনা করবো। কথা অনুযায়ী এবারে আমরা Shadhin Travels বাস এর রুট সমূহের দিকে ফোকাস করবো। এই বাস মূলত যেসব রুটে চলাচল করে সে-সব রুট হলো: 

  • চট্টগ্রাম টু কক্সবাজার রুট
  • ঢাকা টু সিলেট রুট
  • কক্সবাজার টু চট্টগ্রাম রুট
  • চট্টগ্রাম টু ঢাকা রুট
  • ঢাকা টু সিলেট রুট
  • সিলেট টু চট্টগ্রাম রুট
  • ঢাকা টু চট্টগ্রাম রুট

আপনারা যারা উপরে উল্লেখিত রুট সমূহে নিয়মিত যাতায়াত করেন তারা চাইলে Shadhin Travels বাস এর সার্ভিস উপভোগ করতে পারেন। 

Shadhin Travels বাস এর কাউন্টার ঠিকানা এবং কন্টাক্ট ডিটেইলস 

এবার আসি Shadhin Travels বাস এর কাউন্টার ঠিকানা এবং কন্টাক্ট ডিটেইলসের ব্যাপারে। আপনারা যারা ইতিমধ্যেই Shadhin Travels বাস এর সার্ভিস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তারা সরাসরি কাউন্টার থেকে টিকিট ম্যানেজ করে নিতে পারেন। সেই সাথে যদি সরাসরি কাউন্টারের সাথে ফোন কলের মাধ্যমে কন্টাক্ট করবার প্রয়োজন পড়ে তবে নিম্নোক্ত নাম্বারে কল করতে পারেন। 

Shadhin Travels বাস এর কক্সবাজার জেলা কাউন্টার

কলাতলি মোড় বাস কাউন্টার, কক্সবাজার জেলা সদর এবং ফোন নাম্বার 01713-114520 অথবা 01713-114620।

কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টার, কক্সবাজার জেলা সদর এবং ফোন নাম্বার 01713-114518।

রামু বাস টার্মিনাল কাউন্টার, রামু, কক্সবাজার এবং ফোন নাম্বার 01713-114519।

চকরিয়া বাস টার্মিনাল কাউন্টার, চকরিয়া পৌরসভা, কক্সবাজার জেলা এবং ফোন নাম্বার 01713-114519।

Shadhin Travels বাস এর চট্টগ্রাম জেলা কাউন্টার

দামপাড়া বাস কাউন্টার, গরিবউল্লাহ শাহ মাজার, চট্টগ্রাম জেলা শহর এবং ফোন নাম্বার 01313-717794।

বাস টার্মিনাল কাউন্টার, নতুন চান্দগাঁও থানার সামনে, চট্টগ্রাম জেলা শহর এবং ফোন নাম্বার 01713-114516।

নতুন ব্রিজ মোড় বাস ষ্টেশন কাউন্টার, বাকলিয়া, চট্টগ্রাম জেলা শহর এবং ফোন নাম্বার 01713-114517।

Shadhin Travels বাস এর পেকুয়া ও মহেশখালী জেলা কাউন্টার আড্ডাবাড়ী রেষ্টুরেন্ট, বদরখালী বাস ষ্টেশন এবং ফোন নাম্বার 01713-114391।

পেকুয়া চৌমুহনীঃ মোহাম্মদীয়া কম্পিউটার, (দানেশিয়া লাইব্রেরীর পাশে) এবং ফোন নাম্বার 01815-930179।

Shadhin Travels বাস এর ঢাকা জেলা কাউন্টার

আরামবাগ বাস স্টেশন কাউন্টার, ঢাকা এবং ফোন নাম্বার 01713114523।

বিঃ দ্রঃ জানিয়ে রাখা উচিত, প্রদত্ত ফোন নাম্বার সমূহের মাধ্যমে যদি আপনি কোন ধরনের আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে এক্ষেত্রে আমরা দায়ী থাকবে না।

Shadhin Travels বাস এর টিকিটমূল্য

Shadhin Travels বাস ভ্রমণ করার ক্ষেত্রে এর সঠিক টিকিটমূল্য সম্পর্কে সকলেরই জেনে রাখা উচিত। এতে করে কোন রুটে কত টাকায় যাতায়াত করতে পারবেন তা বুঝতে পারাটা সহজ হবে। 

  • চট্টগ্রাম টু কক্সবাজার যাওয়ার এসি সিট টিকিট কিনতে হলে আপনাকে গুনতে হবে ৪০০ টাকা
  • ঢাকা টু সিলেট রুটে যাতায়াত করার ক্ষেত্রে এসি সিটের টিকিটের দাম ৪০০ টাকা
  • কক্সবাজার টু চট্টগ্রাম যাতায়াত করতে হলে এসি সিট বাবদ গুনতে হবে মাত্র ৪০০ টাকা
  • Shadhin Travels বাস এর মাধ্যমে চট্টগ্রাম টু ঢাকা এসি সিটের দাম পড়বে ৪০০ টাকা
  • ঢাকা টু সিলেট এসি সিটের দাম ৪০০ টাকা
  • সিলেট টু চট্টগ্রাম রুটে Shadhin Travels বাস এর এসি সিটের দাম ৪০০ টাকা
  • ঢাকা টু চট্টগ্রাম যারা যেতে চান তাদের এসি সিট বাবাদ ৪০০ টাকা পে করতে হবে

Shadhin Travels বাস ভ্রমণে বাড়তি সুবিধা 

এবার আসি Shadhin Travels বাস ভ্রমণে বাড়তি সুবিধা সম্পর্কিত আলোচনায়। এই আলোচনা আপনাকে Shadhin Travels বাসে ভ্রমণ কিংবা যাতায়াত করতে আরো আগ্রহী করে তুলবে। চলুন তবে এবারে জেনে নেওয়া যাক Shadhin Travels বাস ভ্রমণের বাড়তি সুবিধা সম্পর্কে: 

  • নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে
  • আরামদায়ক সিটের ব্যবস্থা রয়েছে
  • এসি সিট অনুযায়ী ভাড়া একেবারেই কম
  • পুরো সার্ভিসটাই প্রসংশার যোগ্য 
  • অনলাইনে ঘরে বসেই টিকিট কেনার সুযোগ 

ইতি কথা

Shadhin Travels বাস! যেনো এক যুগান্তকারী পরিবহন ব্যবস্থার নাম। ইতিমধ্যেই এই বাসটিতে ভ্রমণের সুবিধা এবং উপায় সম্পর্কে জেনে গেছেন। আর সাথে এটাও জেনে গেছেন ভ্রমণের ক্ষেত্রে কেনোই বা Shadhin Travels বাস সেরা। সুতরাং আর দেরি না করে সোলো ট্রিপ কিংবা প্রয়োজনের তাগিদে যাতায়াতের ক্ষেত্রে Shadhin Travels বাস এর সার্ভিস নিয়ে দেখুন। আশা করি আশাহত হতে হবে না।

" " "
"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *