সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি | পরিচিতি | স্টপেজ | সুবিধা | টিকিটমূল্য
যারা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সহ এই ট্রেনটি সম্পর্কিত সকল তথ্য একসাথে পেতে চান, আজকের আর্টিকেলটি তাদের জন্য। আজ আমরা এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত তথ্য একসাথে শেয়ার করবো। যা আপনার পরবর্তী ট্রেন জার্নিকে আরো সহজ এবং অর্থবহ করে তুলবে। সুতরাং মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন।
sundarban express train schedule – সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পরিচিতি
সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরার ক্ষেত্রে শুরুতেই আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পরিচিতি সম্পর্কে আলোচনা করবো।
ট্রেন নম্বর ৭২৫/৭২৬ হিসেবেই মূলত এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বেশ জনপ্রিয়। যাদের ঢাকা-খুলনা রেলপথে নিয়মিত যাতায়াত করবার দরকার পড়ে কেবল তাদের ক্ষেত্রে যাতায়াতের বেস্ট অপশন হতে পারে এই ট্রেনটি।
বর্তমানে এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সার্ভিসের দিক দিয়ে একটি আন্তঃনগর ট্রেনের ভুমিকা পালন করে আসছে। যা পরিচালনার দায়িত্বে কাজ করছে বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ে কতৃপক্ষ।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্রেন হিসেবে এই ট্রেনটির গুরুত্ব প্রায় দেখার মতো। সেই ১৭ আগস্ট, ২০০৩ তারিখে প্রথম সার্ভিস দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট সুনাম কুড়িয়েছে ট্রেনটি।
রেল সার্ভিসের অংশ হিসেবে এই ট্রেনটি নিয়মিত প্রায় ৪৪৯ কিমি বা ২৭৯ মাইল রেলপথ অতিক্রম করে থাকে। ট্রেনটির সিট শ্রেনীর ক্ষেত্রে সকল সিটকে স্নিগ্ধা, তাপানুকূল চেয়ার এবং শোভন চেয়ার এই ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। সাথে রয়েছে ঘুমানোর জন্যে সু-ব্যবস্থা, সঠিক আসন বিন্যাস, খাবারের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বাড়তি সুযোগ উপভোগ করার চান্স!
আমরা মোটামুটি সকলেই জানি যেকোনো ট্রেনের ক্ষেত্রে রোলিং স্টক বেশ গুরুত্বপূর্ণ একটি পার্ট। এক্ষেত্রে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রোলিং স্টক সম্পর্কেও কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবার প্রয়োজনবোধ করছি। মূলত ট্রেনটিতে ১৩টি এলএইচবি কোচ যুক্ত করা আছে।
সাথে যাত্রীদের বাড়তি সুবিধা নিশ্চিত করতে ব্যবস্থা করা হয়েছে ২ টি এসি বার্থ, ২ টি এসি স্নিগ্ধা চেয়ার কোচ, ৭ টি নন-এসি শোভন চেয়ার এবং ২ টি গুরুত্বপূর্ণ পাওয়ার কার।
সুতরাং যারা ইতিমধ্যেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সার্ভিস নিবেন বলে ঠিক করেছেন তারা চাইলে দ্রুত প্ল্যান করে ফেলতে পারেন। তবে তার আগে জেনে নিতে হবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পর্কিত বিস্তারিত তথ্য। এক্ষেত্রে কোনো তথ্য মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
মূলত ঢাকা টু খুলনা যাত্রার ক্ষেত্রে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পরিবহন সার্ভিস শুরু হয় ০৮ঃ১৫ মিনিটে এবং তা পরবর্তী স্টেশনে গিয়ে পৌঁছায় ১৭ঃ৪০ মিনিটে। আবার খুলনা টু ঢাকা যাতায়াতের ক্ষেত্রে ট্রেনটি ২২ঃ১৫ মিনিটে ছাড়ে এবং ঢাকা রেলওয়ে স্টেশনে তা পৌঁছায় ০৭ঃ০০ মিনিটে।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ
মূলত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পর্কে তো জানলেন। তবে যারা মাঝপথে ট্রেন থেকে নামার প্রয়োজনীয়তা বোধ করবেন তাদের উচিত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সম্পর্কেও সঠিক ধারণা রাখা। এক্ষেত্রে সঠিক তথ্য নিশ্চিত করতে নিচের পয়েন্টগুলিতে ফোকাস করতে পারেন।
- দৌলতপুর রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ২২ঃ২৫ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৭ঃ১৯ মিনিটে।
- নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ২২ঃ৪৯ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৬ঃ৫২ মিনিটে
- যশোর রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ২৩ঃ২০ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৬ঃ২০ মিনিটে
- কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ২৪ঃ০০ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৫ঃ৪২ মিনিটে
- চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০০ঃ৫৩ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৪ঃ৪১ মিনিটে
- আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০১ঃ১৩ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৪ঃ২০ মিনিটে
- পোড়াদহ রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০১ঃ৩২ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৪ঃ০১ মিনিটে
- ভেড়ামারা রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০১ঃ৫৩ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৩ঃ৪০ মিনিটে
- ঈশ্বরদীরেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০২ঃ১৫ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১৩ঃ০০ মিনিটে
- চাটমোহর রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০৩ঃ০০ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১২ঃ২৪ মিনিটে
- বড়াল ব্রীজ রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০৩ঃ১৫ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১২ঃ০৮ মিনিটে
- উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০৩ঃ৩৬ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১১ঃ৪৬ মিনিটে
- জামতৈল রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০৩ঃ৫১ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১১ঃ৩২ মিনিটে
- শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০৪ঃ০০ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১১ঃ২১ মিনিটে
- বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০৪ঃ৪২ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ১০ঃ৪৫ মিনিটে
- জয়দেবপুর রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০৫ঃ৫৭ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ০৯ঃ১২ মিনিটে
- বিমানবন্দর রেলওয়ে স্টেশনে খুলনা রেলওয়ে স্টেশন থেকে আসার পর ট্রেনটি থামে ০৬ঃ২৫ মিনিটে এবং ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আসার পর থামে ০৮ঃ৪২ মিনিটে
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সুবিধা
- অনলাইন থেকে টিকিট ক্রয় করার সুযোগ
- খাবারের এবং ঘুমানোর ক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা
- পারফেক্ট আসন বিন্যাস
- লিমিটেড বাজেটে সিট কেনার সুযোগ
- অন্যান্য আকর্ষণীয় সুবিধা উপভোগের সুযোগ
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিটমূল্য
- শোভন সিটের দাম ৩৫ থেকে ৩৯০ টাকা
- শোভন চেয়ার সিটের টিকিটের দাম ৪০ থেকে ৪৬৫ টাকা
- প্রথম সিট টিকিটের দাম ৮০ টাকা থেকে শুরু করে ৬২০ টাকা
- এসি সিটের টিকিটের দাম ৯০ টাকা থেকে ৭৭৫ টাকা
ইতি কথা
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে এই ছিলো আমাদের আজকের এই আলোচনা। কেবল সময়সূচিই নয়! বরং এর পাশাপাশি এই ট্রেন সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করেছি। আপনার পরবর্তী ট্রেন জার্নির প্রতি শুভ কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন এবং নিরাপদ ট্রেন ভ্রমণ নিশ্চিত করুন।