ট্রেনের সময়সূচীবাংলাদেশ ভ্রমণ গাইড

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী | স্টপেজ | টিকিটমূল্য | সুবিধা

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী : আজ আলোচনা করবো আরো একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন সম্পর্কে। ট্রেন নং ৭৭১−৭৭২ হিসেবে এটি নিয়মিত সার্ভিস দিয়ে আসছে। বিশেষ করে ঢাকা টু রংপুর রুটে এই ট্রেনের গুরুত্ব সবচেয়ে বেশি।

যারা রংপুর এক্সপ্রেস ট্রেনের পরিচিতি, ইতিহাস, সময়সূচি, স্টপেজ এবং টিকিটমূল্য সম্পর্কে জানতে চান তারা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন রংপুর এক্সপ্রেস নিয়ে সাজানো আমাদের আজকের এই আর্টিকেল। চলুন তবে শুরু করা যাক! 

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী – Rangpur Express Train Schedule

রংপুর এক্সপ্রেস ট্রেনের পরিচিতি

শুরুতেই রংপুর এক্সপ্রেস ট্রেনের পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি মূলত বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষের একটি সরকারি ট্রেন। যা আন্তঃনগর ট্রেন সার্ভিস দিয়ে থাকে। ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে তা শেষ করে রংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। এই পুরো যাত্রায় ট্রেনটি প্রায় ১৫ টি স্টপেজ পার করে। 

নিয়মিত রুট হিসেবে রংপুর এক্সপ্রেস ৪০৫ কিলোমিটার বা ২৫২ মাইল পথ পাড়ি দিয়ে থাকে। এক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর রেলওয়ে স্টেশনে যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট এবং পূনরায় রংপুর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরে আসতে লাগে ১০ ঘণ্টার মতো সময়। ও হ্যাঁ! আর্টিকেলের এই অংশে রংপুর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সম্পর্কেও বলে নেওয়া উচিত। ট্রেনটি প্রতি সপ্তাহের রবিবার সার্ভিস দেওয়া বন্ধ রাখে। বাকি ৬ দিন নির্দিষ্ট নিয়মে এর কার্যক্রম পরিচালিত হয়। 

যারা মালপত্র নিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চান তাদের জন্য রয়েছে ওভারহেড রেকের সুবিধা। পাশাপাশি যাত্রীদের জন্যে ট্রেনটিতে ব্যবস্থা করা হয়ে খাদ্য সুবিধা, আসন বিন্যাস এবং ঘুমানোর জন্যে সুব্যবস্থা। ট্রেনটি ঘন্টায় প্রায় ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। পুরো ট্রেনটির ম্যাকানিকালসহ সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঢাকা বিভাগ৷ 

রংপুর এক্সপ্রেস ট্রেনের ইতিহাস 

মূলত ২১ আগস্ট ২০১১ তারিখ থেকে বাংলাদেশ রেলওয়ে সেক্টরে অবদান রাখতে শুরু করেছে এই রংপুর এক্সপ্রেস ট্রেন। হিসেব করলে দেখা যায় ট্রেনটির এই যাত্রা শুরু হয়েছিলো আজ থেকে প্রায় ১১ বছর আগে। এছাড়াও ট্রেনটির রেকের ইতিহাসের ব্যাপারে যদি বলি তবে বলবো এটির রেক সর্বপ্রথম পাল্টানো হয়েছিলো ২০১৯ সালের ১৬ই অক্টোবর তারিখে এবং এখনো পর্যন্ত তা বহাল তবিয়তে সেট করা রয়েছে৷ 

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী | পরিচিতি | ইতিহাস | স্টপেজ | টিকিটমূল্য | সুবিধা

রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আর্টিকেলের এই অংশে আমরা জানবো রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। এক্ষেত্রে রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে ৯টা ১০ মিনিটে এবং রংপুর রেলওয়ে স্টেশনে একই ট্যুরটি শেষ হয় সন্ধ্যা ৭টার দিকে। এই তো গেলো বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষের ৭৭১ নং ট্রেনের সময়সূচি! 

অন্যদিকে ৭৭২ নং ট্রেন অর্থ্যাৎ রংপুর এক্সপ্রেস ট্রেনের রংপুর রেলওয়ে স্টেশন টু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রা শুরু হয় রাত ৮টা ১০ মিনিটে এবং তা শেষ হয় ভোর ৬টা ১০ মিনিটে। বলে রাখা ভালো এই পুরো যাত্রাটিই একই দিনে নিয়মিত হতে থাকে। সুতরাং যারা ঢাকা-রংপুর এবং রংপুর-ঢাকা আসা-যাওয়া করতে চান তারা রংপুর এক্সপ্রেস ট্রেনের সার্ভিস নিতে পারেন। তবে প্রতি সপ্তাহের রবিবার ট্রেনটির কার্যক্রম বন্ধ থাকে। 

রংপুর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ 

যারা রংপুর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সম্পর্কে জানতে চান আর্টিকেলের এই অংশটি তাদের জন্য। এক্ষেত্রে আমরা স্টেশন বা স্টপেজের নামের পাশাপাশি ঢাকা এবং রংপুর থেকে ট্রেনটি ছাড়ার আলাদা আলাদা সময়ও তুলে ধরার চেষ্টা করবো। সুতরাং সাথেই থাকুন। 

  • বিমান বন্দর স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ০৯ঃ৩৭ মিনিটে এবং রংপুর থেকে থামে ০৫ঃ৩৫ মিনিটে
  • বি-বি-পূর্ব স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১১ঃ৩০ মিনিটে এবং রংপুর থেকে থামে ০৫ঃ৩৫ মিনিটে 
  • চাটমোহর স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১২ঃ৫২ মিনিটে এবং রংপুর থেকে থামে ০৩ঃ৫৯ মিনিটে
  • নাটোর স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৩ঃ৫৯ মিনিটে এবং রংপুর থেকে থামে ০১ঃ০৬ মিনিটে
  • সান্তাহার স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৫ঃ১০ মিনিটে এবং রংপুর থেকে থামে ০০ঃ০৫ মিনিটে
  • বগুড়া স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৫ঃ৫৪ মিনিটে এবং রংপুর থেকে থামে ২৩ঃ১৪ মিনিটে
  • সোনাতলা স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৬ঃ২৬ মিনিটে এবং রংপুর থেকে থামে ২২ঃ৪৪ মিনিটে
  • বোনারপাড়া স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৬ঃ৪৩ মিনিটে এবং রংপুর থেকে থামে ২২ঃ১৯ মিনিটে
  • গাইবান্ধা স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৭ঃ১৪ মিনিটে এবং রংপুর থেকে থামে ২১ঃ৫৬ মিনিটে
  • বামনডাঙ্গা স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৭ঃ৪৬ মিনিটে এবং রংপুর থেকে থামে ২১ঃ২৪ মিনিটে
  • পীরগাছা স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৮ঃ০৬ মিনিটে এবং রংপুর থেকে থামে ২১ঃ০৫ মিনিটে
  • কাউনিয়া স্টপেজে ট্রেনটি ঢাকা থেকে থামে ১৮ঃ২২ মিনিটে এবং রংপুর থেকে থামে ২০ঃ৩০ মিনিটে

রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিটমূল্য

যারা ইতিমধ্যেই রংপুর এক্সপ্রেস ট্রেনের সার্ভিস উপভোগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদের এবারে রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিটমূল্য সম্পর্কে আইডিয়া থাকা চাই। চলুন জেনে নেওয়া যাক রংপুর এক্সপ্রেস ট্রেনের সঠিক টিকিটমূল্য! 

  • রংপুর এক্সপ্রেস ট্রেনের এসি সিটের দাম ৯৩০ টাকা
  • ট্রেনটির শোভন সিট উপভোগ করতে হলে আপনাকে পে করতে হবে ৩৯০/- 
  • ট্রেনটির শোভন চেয়ার সিটের মূল্য মাত্র ৪৬৫ টাকা করে
  • যারা রংপুর এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা সিট উপভোগ করতে চান তাদের ৬২০/- করে পে করতে হবে

বিঃ দ্রঃ উপরোক্ত নির্ধারিত মূল্যের সাথে কিন্তু ১৫% ভ্যাটও এড করা হয়েছে! যার কারণে কোনো যাত্রীকে আলাদা করে ভ্যাট পরিশোধ করবার প্রয়োজন পড়বে না। 

রংপুর এক্সপ্রেস ট্রেনের সুবিধা 

  • অনলাইনে ঘরে বসে টিকিট কাটার সুবিধা
  • ট্রেনটিতে রয়েছে বায়োটয়লেট সিস্টেম
  • আলাদা করে নামাজ ঘরের ব্যবস্থা
  • মোবাইল চার্জে দেওয়ার ব্যবস্থা
  • এলইডি লাইট উপভোগের সুযোগ 
  • বেশ পারফেক্ট আসন বিন্যাস
  • হাই কোয়ালিটি সার্ভিস

ইতি কথা

আশা করি এই আর্টিকেলটির মাধ্যমে রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে পেরে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আশা করি আপনার পরবর্তী রংপুর এক্সপ্রেস ট্রেন ভ্রমণ শতভাগ নিরাপদে সম্পন্ন হবে। সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *